লালমনিরহাটে টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে টাকা আদায়

লালমনিরহাটে টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে টাকা আদায়

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড বিতরণের নামে ৫০-১০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় হট্টগোল দেখা দেয়। বুধবার (১ জানুয়ারি) সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। 

সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন।


পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
স্থানীয়রা জানায়, সিংগীমারী ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করে বুধবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদের লোকজন। স্মার্ট কার্ডের জন্য জনপ্রতি ৫০-১০০ টাকা করে নেয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিশির।


এ নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। 
সরেজমিনে সিংগীমারী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা স্মার্ট কার্ড নিতে এসে হট্টগোল করছেন। এ সময় তারা অভিযোগ করেন যে স্মার্ট কার্ড নিতে ৫০-১০০ টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের লোকজন। এর প্রতিবাদ করায় কার্ড বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

নওগাঁয় চোরচক্রের দুই নারীসহ তিন সদস্য গ্রেপ্তার পরবর্তী

নওগাঁয় চোরচক্রের দুই নারীসহ তিন সদস্য গ্রেপ্তার

কমেন্ট