সাদপন্থি নেতা শফিউল্লাহ দুই দিনের রিমান্ডে

সাদপন্থি নেতা শফিউল্লাহ দুই দিনের রিমান্ডে

গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে তিনজন নিহতের মামলার ৯ নম্বর আসামি সাদপন্থি নেতা শফিউল্লাহকে (৪৬) দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে শনিবার রাতে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানায় আনা হয়। 

শফিউল্লাহ শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।

মামলার বাদী পক্ষ তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে বলেন, শফিউল্লাহ মামলার নয় নম্বর আসামি। বেলা সাড়ে ১১টায় তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে তিন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। এই ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে সাদপন্থিদের ২৯জন নামীয় ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে হত্যা মামলা হয়। 

এর আগে একই মামলার পাঁচ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ছয় নম্বর আসামি জিয়া বিন কাসিম গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এই নিয়ে এই মামলায় তিনজন গ্রেফতার হলেন।  

মাদারীপুরে যুবদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ পরবর্তী

মাদারীপুরে যুবদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

কমেন্ট