নাগরদোলায় ওঠা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, গ্রেপ্তার ১

নাগরদোলায় ওঠা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, গ্রেপ্তার ১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেলায় নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহতরা হলেন অলংকারপুর গ্রামের মিনার শেখ (২৮), ফারুক সিকদার (৩৫), হারুন সিকদার (৩৪), তুহিন বিশ্বাস (৩৮)।


তাদেরকে রাতেই বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরো ১৩ জনকে উপজেলার বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শনিবার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে একটি নামযজ্ঞ অনুষ্ঠান হয়।


ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা বসে। মেলায় নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে অংকারপুর গ্রামের কয়েকজন স্কুল ছাত্রের সঙ্গে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের ছাত্রদের মারামারি হয়। এ ঘটনার জেরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাড়াকোলা গ্রামের হারুনের নেতৃত্বে ২৫-৩০ জন রামদা, হাতুড়ি, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে অলংকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসে। 
তারা আরো জানায়, চা-মুদি দোকানে বসে থাকা অলংকারপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান তারা।


এতে উভয়পক্ষের ছাত্রদের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই গ্রামের ১৭ জন আহত হন। হামলাকারীরা স্কুলের দরজা, জানালার কাচ, বৈদ্যুতিক বাতি ভাঙচুর করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সোমবার রাতে আহত মিনার শেখের বাবা আইয়ুব আলী শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।

সাদপন্থি নেতা শফিউল্লাহ দুই দিনের রিমান্ডে পরবর্তী

সাদপন্থি নেতা শফিউল্লাহ দুই দিনের রিমান্ডে

কমেন্ট