অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন

অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন

চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে বাড়ি থেকে জুয়া খেলার কথা বলে ডেকে নিয়ে মো. জাহেদ (২০) নামক এক যুবককে খুন করার অভিযোগ পাওয়া গেছে তার বন্ধুদের বিরুদ্ধে।


সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে সামান্য দূরে উপজেলার উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকার কালীমন্দিরের সামনের জমি থেকে জাহেদের লাশ উদ্ধার করে থানা পুলিশ।


নিহত মো. জাহেদ উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলাবাদপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।


নিহত জাহেদের মা রেজিয়া বেগম জানান, সোমবার রাতে ইমন ও আসিফ জুয়া খেলার জন্য জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে জাহেদ আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছেলের লাশ দেখতে পান।


তিনি আরও বলেন, আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। ওর মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য বন্ধুরাই ওকে হত্যা করেছে।


স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, সকালে কালীমন্দির সংলগ্ন লালামার ঘাটে জাহেদের লাশ দেখতে পেয়ে তিনি থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মুখে রক্ত জমাট সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা অনলাইন জুয়ার টাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ইমন, আসিফসহ তিনজনকে আটক ও খুন হওয়া জাহেদের মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।


লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বন উজাড় করে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ পরবর্তী

বন উজাড় করে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

কমেন্ট