খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে একজনকে জরিমানা

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে একজনকে জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গোপনে পাহাড় কাটার সময় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মায়াফা পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমির মালিক কৃত্তি রজ্ঞন ত্রিপুরাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। এ সময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ ধারায় ১লক্ষ টাকা অর্থদণ্ড করা করে নগদ আদায় করা হয়।

উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ জানান, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ শিকার করায় ভূমির মালিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন পরবর্তী

অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন

কমেন্ট