বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ৩৯৫ কেজি ওজনের একটি বিরল কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জ্জুনহার গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী খবর পায় সমির আলীর বাড়িতে মাটির নিচে লুকিয়ে রাখা আছে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পরে সেখানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক ইউপি সদস্য মো. আক্কাস আলী (৫৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি একটি দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যা আদালতের নির্দেশ অনুযায়ী  প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে এটি পাচারের উদ্দেশে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল।

 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব ও প্রকৃতমূল্য নির্ধারণে প্রত্নতত্ত্ব বিভাগ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

চট্টগ্রামে দিআবাসিক এলাকায় ডাকাতির সময় আটক ২ পরবর্তী

চট্টগ্রামে দিআবাসিক এলাকায় ডাকাতির সময় আটক ২

কমেন্ট