ফটিকছড়িতে নকল এনআইডি-জন্ম সনদ বানানোর অভিযোগে যুবককে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড

ফটিকছড়িতে নকল এনআইডি-জন্ম সনদ বানানোর অভিযোগে যুবককে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন জালিয়াতি করায় মো. রাসেল নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রসাশনের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি)  উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. মোজাম্মেল হক চৌধুরী।

 
এসময় রাসেলের দোকানে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন,জাতীয়তা সনদ, চেয়ারম্যান সনদ, পার্সপোর্টসহ বিভিন্ন প্রকার সনদ পাওয়া যায়। 

স্থানীয়রা জানায়, রাসেল তার দোকান থেকে এলাকার নাগরিকদের বিভিন্ন প্রকার সনদের আবেদন করে দেওয়ার পাশাপাশি এনআইডি কার্ড, জাতীয়তা সনদ, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন সনদ তৈরিতে জাল-জালিয়াতির আশ্রয় নেয়।


নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ জালিয়াতি কাজ করত। একই সাথে রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের চুক্তিও করতেন।

 
আদলতের কাছে অপরাধ স্বীকার করা এবং সরকারি বিভিন্ন কাজের বাঁধা বিঘ্ন সৃষ্টি করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ পরবর্তী

বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

কমেন্ট