চাকরিতে পুনর্বহালসহ ৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
অপারেশন ডেভিল হান্ট : মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ডেভিল হান্ট অপারেশনের তৃতীয় দিনে টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুর রহমান খান (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) তরফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রহমান খান তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও তরফপুর গ্রামের জিয়ারত আলী খানের ছেলে। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখ হারানো গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের মায়ের দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সারা দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশনের তৃতীয় দিনে মির্জাপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুর রহমান খানকে গ্রেপ্তার করেছে।
গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সোহগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুই চোখ নষ্ট হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান এজাহারভুক্ত আসামি না হলেও ওই ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুই চোখ হারানো হিমেলের মায়ের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা আব্দুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট