চাকরিতে পুনর্বহালসহ ৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে আরও ৮১ আ.লীগ নেতাকর্মী আটক
অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আট থানায় ৬৯ ও জেলার পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলা পুলিশ ও মহানগর পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আটকরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের ৮টি থানায় অপারেশনের তৃতীয় দিনে ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯ ও পুবাইল থানায় ২ জনসহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে তিনদিনে মোট ১৪৮ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সোমবার রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। আটকরা বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট