পুঠিয়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

পুঠিয়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

রাজশাহীর পুঠিয়ায় রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুই গ্রুপ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত বলে জানা গেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল পোড়ানোসহ এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, কয়েক মাস আগে পুঠিয়ার ফুলবাড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর আলম (৩৫) রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ করার সময় স্থানীয় জনসাধারণ রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর কারও কথা না শুনে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন।


এদিকে সোমবার সকালে তার প্রতিবেশী মৃত আফসার উদ্দিনের ছেলে বিএনপির সমর্থক সাইফুল ইসলামের (৩২) সঙ্গে রাস্তার বিষয় নিয়ে জাহাঙ্গীরের ভাই জুয়েলের (৩৩) কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে বিএনপি সমর্থক সাইফুলের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।


ঘটনাস্থলে পুঠিয়া থানায় পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা নিযন্ত্রণে আসে। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় জনসাধারণ পুনরায় বাড়িটি ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা জানার সঙ্গেই পুলিশ পাঠিয়ে দিই। এখন পর্যন্ত দুই পক্ষের কারো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামে মহিবুল হাসানসহ ১২৭ জনের নামে মামলা পরবর্তী

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামে মহিবুল হাসানসহ ১২৭ জনের নামে মামলা

কমেন্ট