আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দ বইপ্রেমীদের মিলনমেলায় মুখরিত বইমেলা
বগুড়ায় দুপক্ষের দন্ডের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দিল ট্রাক মালিক সমিতি
বগুড়ার শেরপুরে পৌরশহরের গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে। শেরপুর ধুনট মোড়ের উত্তরপাশ হতে প্রোগ্রেসিভ স্কুল পর্যন্ত বাইপাস রাস্তাটি বন্ধ থাকায় জনসাধারণ, রাস্তার পাশে অবস্থিত দোকানপাট, ব্যাংকের এটিএম বুথ, ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে শেরপুর পৌর প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিলেও রাস্তা অবমুক্ত করতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ওই রাস্তার ওপর মই রাখাকে কেন্দ্র ইন্টারনেট ব্যবসায়ী ছনির লোকজনদের সঙ্গে বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঙ্গে মারামারির হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাস্তার ওপর বালু ফেলে রাখে মালিক সমিতি। ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জনসাধারণের ব্যবহৃত সরকারি পৌর রাস্তাটি বাস/ ট্রাক স্ট্যান্ডের জন্য ইজারা নেয়া সম্পত্তি বলে দাবি করে রাস্তা বন্ধ করে দেয় তারা। প্রায় ২ সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ধুনট রোডের মোড় হতে ওই রাস্তা দিয়ে সহজেই স্কুলে যাতায়াত করতেন।
কিন্তু বালু দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ায় ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে এখন স্কুলে আসতে হচ্ছে।
বন্ধ করে দেওয়া ওই রাস্তার পাশে আল-আরাফা ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের ২টি এটিএম বুথ রয়েছে। রাস্তা বন্ধ থাকার কারণে ওই ব্যাংক দুটির গ্রাহকরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না।
এটিএম বুথ দুটির নিরাপত্তা প্রহরী রফিকুল ও এমদাদ জানান, অনেক গ্রাহক মোটরসাইইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে বুথ থেকে টাকা তুলতে আসেন।
কিন্তু রাস্তা বন্ধ থাকায় তারা যানবাহন নিয়ে আসতে পারছেন না।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মনি, তিথি মুহিদসহ অনেকেই জানান, আমরা যুগযুগ ধরে এই বাইপাস রাস্তা ব্যবহার করে আসছি। সিএস ম্যাপের ২৪১৭ দাগের এই সড়কটি জোর করে দখল করে সেখানে ট্রাক আর বালু ফেলে রাস্তাটি বন্ধ করায় জনবহুল ও বাণিজ্যিক এলাকার মানুষজন ভোগান্তিতে পড়েছে।
এ বিষয়ে জানতে বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির ধুনট মোড়ে অবস্থিত কার্যালয়ে গিয়ে কোনো নেতাকে পাওয়া যায়নি।
কমেন্ট