খুলনার বটিয়াঘাটায় তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ
খুলনার বটিয়াঘাটায় তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা করেন।
সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী স্বামীর সঙ্গে বসবাস করেন। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী গ্রামের একটি খালে মাছ শিকারে যান। এই সুযোগে প্রতিবেশী ইমরান হোসেন নামের এক যুবক ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। ধর্ষণে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
কমেন্ট