শেখ হাসিনার গাড়িচালকের ছেলে গ্রেপ্তার, ছিলেন সমন্বয়ের দায়িত্বে
গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত গাড়িচালকের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার উৎখাতে ‘ষড়যন্ত্র করার’ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুবেল শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে।
তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মাদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভারের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে।
এডিসি আরো বলেন, ছাত্রলীগ নেতা রুবেলকে আদাবর এলাকার নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সমন্বয়ের দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ।
রুবেলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলাও হতে পারে।
গত সাত ফেব্রুয়ারি শেখ হাসিনার গাড়িচালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট দেন। যেখানে রুবেলকে নিয়ে একটি 'বিশেষ' গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা জানিয়েছেন তিনি।
কমেন্ট