রাজধানীর উত্তরায় ১৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর উত্তরায় ১৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর উত্তরায় গত ২৪ ঘন্টায় ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, রড ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সানি ওরফে লাড়া দে সানিকে (২৪) আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা পুলিশের ওসি মো. হাফিজুর রহমান। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানিকে আটকের বিষয়টি জানিয়েছে র‌্যাব-১।

আটক সাকিবুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উত্তরা পূর্ব থানার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কিশোর গ্যাং লাড়া দে গ্রুপের প্রধান।

র‌্যাব সূত্র জানায়, জুলাই বিপ্লবে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী ও হাবিব হাসানের নির্দেশে ছাত্র-জনতার ওপর উত্তরা আজমপুরে হামলার নেতৃত্ব দেন সানি। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে সানিসহ অন্যরা। তার নেতৃত্বে উত্তরার বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে গ্রুপটি। সোমবার রাতে তাকে আটক করা হয়। 

এদিকে, উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, আটকদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, দুটি রড ও একটি লোহার পাইপ জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

বান্দরবনের লামার অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু পরবর্তী

বান্দরবনের লামার অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু

কমেন্ট