গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য তহবিলে জাতিসংঘ-আরব নেতাদের সমর্থন
ভোলার চরফ্যাশনে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ২৯ লাখ
ভোলার চরফ্যাশনে অবৈধ ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটায় থাকা ইট ভেঙে দেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকা। মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ ও ৬ নং ধারা লঙ্ঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ও ১৮ ধারায় উপজেলার আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ এলাকার মেসার্স সততা ব্রিকসকে নগদ ৫ লাখ টাকা, আছলামপুর এলাকার মেসার্স এ আলী ব্রিকস, সামরাজঘাট এলাকার মেসার্স আনিশা ব্রিকস, হাজারীগঞ্জের মেসার্স সরমান ব্রিকস ও চর মাদ্রাজ ইউনিয়নের মেসার্স মধুমতি ব্রিকসকে নগদ ৬ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এসময় চর মাদ্রাজ ইউনিয়নের মেসার্স ক্রাউন ব্রিকসকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দণ্ডপ্রাপ্ত সকল ব্রিকসের স-মিল ধ্বংস, ট্রাক্টরের কাঁচা ইট ধ্বংস এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলার কর্মরত পুলিশের একটি দল, কোস্টগার্ডের একটি দল ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, চরফ্যাশনের একটি দল এবং পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কমেন্ট