মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড ও জাপান সফরে যাবেন ড. ইউনূস
বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত থেকে আজ রবিবার (৯ মার্চ) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে বাগেরহাটে ২৯ দিনে যৌথ বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট এবং বিশেষ অভিযান চালিয়ে ৩৫৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
বাগেরহাট জেলার ৯টি উপজেলার সর্বত্রই অভিযান চলছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।
কমেন্ট