গাজীপুরের টঙ্গীতে শিশুকে (১১) ধর্ষণ চেষ্টা, যুবকে আটক

গাজীপুরের টঙ্গীতে শিশুকে (১১) ধর্ষণ চেষ্টা, যুবকে আটক

গাজীপুরের টঙ্গীতে খেজুর দেওয়ার কথা বলে এক শিশুকে (১১) ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে টঙ্গীর গোপালপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ওই শিশুর জবানবন্দি নিতে আদালতে নিয়ে যায়।


এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত আবু আক্কাস (৩৩) নামে এক যুবকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সে নীলফামারী জেলার ডোমার থানার দক্ষিণ মটকপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে। আবু আক্কাস টঙ্গীর একটি লোহা তৈরির কারখানায় কাজ করেন।


মামলা সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে টঙ্গীর পাগাড় এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে ওই শিশু। একই বাড়ির অপর একটি কক্ষে ভাড়া থাকতেন আক্কাস। বুধবার সকালে আক্কাস শিশুটিকে খেজুর দেওয়ার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। পরে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় স্থানীয়রা আক্কাসকে আটক করে পুলিশে খবর পাঠায়।


টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে কারাগারে পরবর্তী

জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে কারাগারে

কমেন্ট