বাংলাদেশের শান্তি ও সংলাপ প্রক্রিয়ায় সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত: মহাসচিব আন্তোনি গুতেরেস
সদরপুরে আন্ত জেলা চোরচক্রের ৩ সদস্য আটক
ফরিদপুর সদরপুরে আন্ত জেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য মাল জব্দ করা হয়।
আটকরা হলেন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার টেংড়াখোলা গ্রামের সোহাগ সরদারের ছেলে রিজু সরদার (২৫), মো. মোক্তার সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৪২) এবং ফরিদপুর জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের স্বাধীন মোল্যার ছেলে মো. রবিউল মোল্যা (৩৯)।
সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আটক চুরির সঙ্গে জড়িত। তারা আন্ত জেলা চোরচক্রের সদস্য। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
কমেন্ট