লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২টি চাপাতি, একটি ছেনি (ধারালো অস্ত্র), একটি কাঁচি, একটি নোটবুক, ৫টি মোবাইল সেট, ৫টি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লাকসাম পৌরসভার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. খোরশেদ আলম, গুনতি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন অন্তর, কাদ্রা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো. সাফায়ত উল্লাহ, একই গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. সুজন মিয়া এবং উত্তর সাতবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হুমায়ুন ফরিদ।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। তারই ধারাবাহিকতায় লাকসামেও এই অভিযান অব্যাহত রয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে প্রতিটি এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত হবে।

লাকসাম থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় কোনো পূর্ববর্তী মামলা না থাকলেও তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


অভিযানের নেতৃত্বে থাকা মেজর তাহসিন ফয়সাল জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

সদরপুরে আন্ত জেলা চোরচক্রের ৩ সদস্য আটক পরবর্তী

সদরপুরে আন্ত জেলা চোরচক্রের ৩ সদস্য আটক

কমেন্ট