মধুখালীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

মধুখালীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৭ মার্চ) বালিয়াকান্দি আঞ্চলিক মহাসড়ক থেকে আটক করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন বোয়ালমারী উপজেলার চিতার বাজারের মৃত ইয়াসিন শেখের ছেলে মো. জহির শেখ (৫৫) এবং মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. মিজান (৩৮)।

স্থানীয় সূত্র জানায়, মধুখালী বাসস্ট্যান্ড থেকে বালিয়াকান্দিগামী একটি ব্যাটারিচালিত অটোতে উঠেছিলেন এক মধ্যবয়সী নারী।

কিছুদূর যাওয়ার পর মথুরাপুর এলাকায় পৌঁছালে অটোতে থাকা এক ব্যক্তি তার মুখের সামনে একটি কাগজের টুকরা ধরার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ওই নারী সতর্ক হয়ে যান এবং আশাপুর শাহাদাত ক্লাব এলাকায় পৌঁছানোর পর জোরে চিৎকার দিয়ে অটো থেকে লাফ দেন। 
তারা আরো জানায়, তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং মোটরসাইকেলে ধাওয়া করে অটোটিকে আটক করে। এরপর অটোতে থাকা দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫ পরবর্তী

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

কমেন্ট