বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধানের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা
দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত ১টা দিকে মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিম শিবির এলাকা থেকে হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি মেরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতছড়ি শিবির এলাকার আশ্রয়ণ প্রকল্পের মৃত খলিল মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণ করে অভিযুক্ত। তখন গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে হোসেন মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
কমেন্ট