সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না আবারও দুঃশাসন ফিরে আসবে: আলী রীয়াজ
লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে পৃথক স্থানে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সদর মডেল থানা ও রায়পুর থানা পুলিশ তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রামের মনির হোসেন ও সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকা রিপন হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে রিপন ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) রাতে ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে মনির একটি শিশুকে (৬) ডেকে নিয়ে সুপারি বাগানে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র মীমাংসার চেষ্টা করে। পরে শিশুর মা বাদী হয়ে রায়পুর থানায় মনিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
পরে অভিযান চালিয়ে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকা থেকে রিপনকে ও রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রাম থেকে মনিরকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, অভিযুক্তদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কমেন্ট