তুচ্ছ ঘটনায় বাবাকে কুপিয়ে হত্যা করল যুবক

তুচ্ছ ঘটনায় বাবাকে কুপিয়ে হত্যা করল যুবক

পাবনার সাঁথিয়ায় এক ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

শনিবার সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবা আব্দুল মালেক (৫০) ওই গ্রামের তায়জল শেখের ছেলে। আর অভিযুক্ত মানিক (২৫) মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাবা আব্দুল মালেক মাঠে যাচ্ছিলেন। এ সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে  বাঁশ কাটতে যেতে বলেন তিনি। কিন্তু ছেলে যেতে না চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবা মালেক মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে কৌশলে তিনি পালিয়ে যায়।


সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘বাবা-ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২ পরবর্তী

লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

কমেন্ট