হেরোইন বহনের দায়ে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড

হেরোইন বহনের দায়ে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড

৫০ গ্রাম হেরোইন বহনের দায়ে গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা (৪৩) নামের এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।


একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় । অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা সদর উপজেলার খানকা দালাল পাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।

শ্যালকের বিরুদ্ধে দুলাভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পরবর্তী

শ্যালকের বিরুদ্ধে দুলাভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

কমেন্ট