ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিবসহ ৪ জনকে অব্যাহতি

ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিবসহ ৪ জনকে অব্যাহতি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসার এসএসসি (দাখিল) পরীক্ষার কেন্দ্রসচিবসহ ৪ জনকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসায় এসএসসি পরীক্ষা চলাকালীন আকস্মিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও তাদেরকে পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে ব্যাপক অনিয়ম, কেন্দ্রে ১৪৪ ধারা বাস্তবায়ন না হওয়া, বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা যথাযথ দায়িত্ব পালন না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  

অব্যাহতি প্রাপ্তরা হলেন, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. শহিদুল্লাহ, মাদরাসার অফিস সহায়ক ফয়জুর রহমান, মো. সানাউল হক ও নৈশপ্রহরী বাচ্চু মিয়া।

অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রসচিব মো. শহিদুল্লাহর পরিবর্তে নতুন কেন্দ্রসচিব হিসেবে উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। 
এছাড়া অব্যাহতিপ্রাপ্ত অপর তিন জনের পরিবর্তে উপজেলার মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী- কাম হিসাব সহকারী মিজানুর রহমান, আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আশেকে মোস্তফা, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আব্দুল মোতালেবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা এবং পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অসংগতি পাওয়ায় কেন্দ্রসচিবসহ ৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তাদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেন্দ্রসচিবসহ ৪ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

 
তিনি বলেন, এসএসসি পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে আমি মাঠে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রীর ৪ কোটি টাকা অবরুদ্ধ পরবর্তী

সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রীর ৪ কোটি টাকা অবরুদ্ধ

কমেন্ট