ইউরোপীয় ইস্পাত কার্যক্রমে সম্মত টাটা ও থাইসেনক্রু

ইউরোপীয় ইস্পাত কার্যক্রমে সম্মত টাটা ও থাইসেনক্রু

ভারতের টাটা স্টিল ও জার্মান প্রতিদ্বন্দ্বী থাইসেনক্রুপ একীভূত হয়ে ইউরোপীয় ইস্পাত কার্যক্রমে সম্মত হয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই কোম্পানি দুটি। আর এ চুক্তি বাস্তবায়ন হলে আর্সেলর মিত্তালের পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম স্টিল গ্রুপে পরিণত হবে তারা। ইকোনমিক টাইমসের বকে প্রতিবেদনে জানানো হয়, মূলত ইউরোপীয় ইস্পাত কার্যক্রম একীভূত করার বিষয়ে গত বছর থেকে আলোচনা শুরু করছে টাটা স্টিল এবং থাইসেনক্রুপ। এরই ধারাবাহিকতায় সমান ভাগে ভাগাভাগিতে সম্মিলিত হয়ে সমঝোতা স্মারকে সই করে দুটি কোম্পানি। এক বিবৃতিতে থাইসেনক্রপের প্রধান নির্বাহী হাইনরিখ হিসিঙ্গার বলেছেন, প্রতিনিয়ত আমদানির চাপ বাড়ছে, একই সঙ্গে বাড়ছে এ শিল্পের অতি উৎপাদনক্ষমতাও। ফলে দুটি কোম্পানির একত্রীকরণ এবং আরও বেশি কার্যকর ভূমিকা পালনের দরকার ছিল। যৌথ এ উদ্যোগের মাধ্যমে আমরা কোনো চাপকেই ধারে ঘেঁষতে দেব না। এমনকি নিজেদের মধ্যেও এমন চাপ পোষণ করব না। এদিকে যৌথ এ উদ্যোগের কারণে কোম্পানি দুটির প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গেছে। এর মধ্যে প্রশাসন থেকে অর্ধেক এবং উৎপাদন থেকে বাকি অর্ধেক কর্মী ছাঁটাই হতে পারে।
চালের দাম পাইকারিতে কমছে, খুচরা বাজারে প্রভাব নেই পূর্ববর্তী

চালের দাম পাইকারিতে কমছে, খুচরা বাজারে প্রভাব নেই

দারাজের পরিবেশনায় বাংলাদেশে প্রথম টয় কনভেনশন পরবর্তী

দারাজের পরিবেশনায় বাংলাদেশে প্রথম টয় কনভেনশন

কমেন্ট