জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে, তরুণদের উদ্দেশে ড. ইউনূস
হাইকোর্ট বিভাগে ৪৮ বেঞ্চ পুনর্গঠন
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি, বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে দীর্ঘ ৩৯ দিন পর আগামীকাল মঙ্গলবার ৩ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। কাল থেকে এসব বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে। ৪৮টি বেঞ্চের মধ্যে ১৪ টি রিট বেঞ্চ, ২৩টি ফৌজদারী সংক্রান্ত বেঞ্চ এবং ১১টি দেওয়ানি সংক্রান্ত বেঞ্চ রয়েছে।
গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন।
সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ জানান, দীর্ঘ অবকাশ ও বন্ধ শেষে কাল সুপ্রিমকোর্ট খুলছে। রেওয়াজ অনুযায়ি কাল সকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে বার ও বেঞ্চের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হবে। এ অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট বার-এর সদস্যরা এবং সুপ্রিমকোর্টের বিচারপতিগণ উপস্থিত হবেন। এ বিষয়ে সুপ্রিমকোর্টে প্রাঙ্গনে প্যান্ডেল তৈরীসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কমেন্ট