কপ২৯ সম্মেলনে যোগ দিতে আজ আজারবাইজান যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস
বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
নিজের বড় ভাইকে খুনের দায়ে মোতাহের হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৫ অক্টোবর হাটহাজারী উপজেলার সদর ইউনিয়নের আলীপুর গ্রামে বড় ভাই নুরুল আবসারকে ছুরিকাঘাত করে খুন করে তারই ছোট ভাই মোতাহের হোসেন।
পারিবারিক পুকুরের মাছের ভাগ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় নুরুল আবসারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আসামি মোতাহের। নুরুল আবসারকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সালমা আকতার ও ছেলে আহসান হাবীব সোহেল গুরুতর আহত হন। সালমা আকতার থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন। তখনই আসামি মোতাহেরকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পিপি অ্যাডভোকেট এস এম সিরাজউদ্দৌলা জানান, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩২৪ ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১২ সালের ১৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন।
কমেন্ট