নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
১০ লাখ শেয়ার বেচবেন ইউনিয়ন ক্যাপিটাল উদ্যোক্তা
বাজারদরে (পাবলিক/ব্লক মার্কেটে) ১০ লাখ শেয়ার বেচে দেয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের উদ্যোক্তা আবদুস সালাম। বর্তমানে তার হাতে কোম্পানিটির ৯৮ লাখ ৪ হাজার ৮৪টি শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবরের মধ্যে এ বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। গেল হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৩১ পয়সা (বোনাস শেয়ার সমন্বয়ের পর)। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৮০ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি ১ টাকা ৩৪ পয়সা লোকসান দেখিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা। ৩০ জুন এর এনভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ২১ পয়সায়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালের জন্য ইউনিয়ন ক্যাপিটাল ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। বোনাস শেয়ার সমন্বয়ের পর তখন ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা।
দীর্ঘমেয়াদে ইউনিয়ন ক্যাপিটালের ঋণমান ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে সম্প্রতি এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।
ডিএসইতে সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সায় ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির দর ১১ টাকা ৯০ পয়সা থেকে ৩৩ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সর্বশেষ অনুমোদিত নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৬ দশমিক শূন্য ৩, যা বোনাস শেয়ার সমন্বয়ের পর ১৪ দশমিক ৫৮।
কমেন্ট