আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা,নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি
১২ দিনে প্রবাসী আয় পৌনে ১২ হাজার কোটি টাকা
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ৭৯৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৫৩ পয়সা হিসেবে)। আজ সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে প্রথম ১২ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় আট হাজার ২৯০ কোটি ২৪ লাখ ২২ হাজার ১০০ টাকা। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে চার কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১২ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ২২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার এসেছে। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় দুই হাজার ৭৩৫ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে আট কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলার, রূপালী ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার।
কমেন্ট