বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
গত সাড়ে ১৫ বছরে লাগামহীন দুর্নীতিতে সব খাত পর্যুদস্ত হয়ে গেছে: অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত সাড়ে ১৫ বছরে লাগামহীন অনিয়ম দুর্নীতিতে দেশের সব খাত পর্যুদস্ত করে গেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে ছিল। আমাদের সংস্কার উদ্যোগ চলমান আছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রমের বিবরণ দিয়ে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, আগে ব্যাংকের অডিট রিপোর্ট গভর্নর, ডেপুটি গভর্নর আটকে দিতেন, তাদের ইচ্ছা-অনিচ্ছায় ব্যবস্থা নেওয়া হতো। এতেই বোঝা যায় গত সরকারের উদ্দেশ কি ছিল।
কমেন্ট