
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অধিভুক্তি বাতিল’ দাবিতে চলমান আন্দোলন দমাতে মাঠে নেমেছে ছাত্রলীগ।
গতকাল বাধা দেয়ার পর বুধবার ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের ভবনে ভবনে পাহারায় বসেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা বাইক নিয়ে গ্রুপে গ্রুপে অবস্থান নিয়েছেন।
তবে আজও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও আন্দোলনকারীদের কাউকে দেখা যায়নি।
কমেন্ট