শিক্ষকদের বিরুদ্ধে আকস্মিক অভিযান

শিক্ষকদের বিরুদ্ধে আকস্মিক অভিযান

সরকারি নিয়ম ভঙ্গকারি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকা করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এমন নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন। গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় ঢাকার সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বিদ্যালয়ের সব শিক্ষকই উপস্থিত। একই বিদ্যালয়ে আরো একটি বেসরকরি হাইস্কুলের কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে। সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে এর ব্যাখ্যা নেই কারো কাছে। এই সমস্যা সমাধানে নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী যান শতবর্ষী রাধা সুন্দরী সরকারি প্রথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থী সংকট থাকলেও এখানে শিক্ষকের সংখ্যা ৬ জন। স্কুলের অপরিচ্ছন্নতা, সরকারি অর্থের অপচয়সহ নানা কারণে শিক্ষকদের তিরস্কার করেন প্রতিমন্ত্রী। পাশেই মহসিন আলী সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে জানা গেছে, এই বিদ্যালয়ের শিক্ষক অর্পিতা চৌধুরী গত এক বছর ধরে ছুটিতে। ওই শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেয়া হয়। বিদ্যালয়গুলোর সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রতিমন্ত্রী। সারাদেশেই আকস্মিক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কক্সবাজারে রোহিঙ্গা তরুণীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পূর্ববর্তী

কক্সবাজারে রোহিঙ্গা তরুণীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

যৌন হয়রানির শিকার হয়ে রুয়েট শিক্ষার্থীর মামলা পরবর্তী

যৌন হয়রানির শিকার হয়ে রুয়েট শিক্ষার্থীর মামলা

কমেন্ট