জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিট-১’ এর ভর্তি পরীক্ষা শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখার) প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ভর্তি পরীক্ষা দু’টি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের বিভাগ ও ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১ম শিফটে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জোড় সংখ্যার রোল নম্বরধারীদের পরীক্ষা শুরু হয়েছে এবং ২য় শিফটে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বেজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ‘ইউনিট – ১’ এর ১১৫৫টি আসনের বিপরীতে সর্বমোট ২৩,৭৭৬জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে অংশগ্রহণ করছে প্রায় ২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সবাই প্রাথমিক স্তরের বাছাই শেষে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।
কমেন্ট