বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে

বৃষ্টি উপেক্ষা করে পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে এখনো অনড় তারা। দিন-রাত ভিসির পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আন্দোলনের মুখে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ ব্যর্থ হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে আসছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। ভিসির পদত্যাগ দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় আন্দোলনকারীরা ভিসির নানা অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারির কথা লেখা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে। রাতেও ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে, শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা আবারো হামলার আশঙ্কা করছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভিসি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এরইমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবির। ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসের প্রধান ফটক ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোনায়েন করা হয়েছে।
সমালোচনাকারীরা জ্ঞানপাপী : ভিসি ফরিদ উদ্দিন পূর্ববর্তী

সমালোচনাকারীরা জ্ঞানপাপী : ভিসি ফরিদ উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিট-১’ এর ভর্তি পরীক্ষা শুরু পরবর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিট-১’ এর ভর্তি পরীক্ষা শুরু

কমেন্ট