২০১৮ সালের সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান করবে দুদক
জাবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার পয়লা অক্টোবরের আল্টিমেটামের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করায় ধর্মঘটে নেমেছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু রাইজিংবিডিকে বলেন, ‘আমরা উপাচার্যকে অপসারণের জন্য দুই দিনব্যাপী ধর্মঘট করছি। এরমধ্যে বিকেল ৪টা পর্যন্ত দুই প্রশাসনিক ভবনের সামনে অবরোধ চলবে। এরপর আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে সর্বাত্মক ধর্মঘটের কারণে ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আর বাধার মুখে শিক্ষক ও শিক্ষার্থী পরিবহনের কোন বাস ক্যাম্পাসের বাইরে যেতে পারেনি।
কমেন্ট