বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার ঘটনায় আটক ২

বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার ঘটনায় আটক ২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের (২১) হত্যার ঘটনায় রাসেল ও ফুয়াদ নামে দু'জনকে আটক করছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আজ সোমবার সকালে তাদের আটক করা হয়। আটক রাসেল ও ফুয়াদ বুয়েটের শিক্ষার্থী। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন দুজনকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ছাত্রলীগের কতিপয় সদস্যের বিরুদ্ধে। মৃত শিক্ষার্থী বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আবরার হত্যার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল বুয়েট পূর্ববর্তী

আবরার হত্যার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল বুয়েট

মেধা তালিকায় স্থান পেয়েও ঢাবিতে ভর্তি অনিশ্চিত যমজ ২ বোনের পরবর্তী

মেধা তালিকায় স্থান পেয়েও ঢাবিতে ভর্তি অনিশ্চিত যমজ ২ বোনের

কমেন্ট