অছাত্রদের বুয়েটের হল ছাড়ার নির্দেশ

অছাত্রদের বুয়েটের হল ছাড়ার নির্দেশ

অছাত্রদের আগামীকাল রোববারের (১৩ অক্টোবর) মধ্যে বুয়েটের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও শের-ই-বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষ সিলগালা করা হয়েছে। শনিবার বিকেলে এ নির্দেশ দেয়া হয়। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের হলত্যাগ এবং ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি মেনে নিয়ে শনিবার দুপুরে এ সংক্রান্ত নোটিশ জারি করে বুয়েট কর্তৃপক্ষ। গত রোববার (৬ অক্টোবর) রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার (৭ অক্টোবর) ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতারা। পরদিন সোমবার (৭ অক্টোবর) রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
আন্দোলন শিথিল, নিস্তব্ধ বুয়েট ক্যাম্পাস পূর্ববর্তী

আন্দোলন শিথিল, নিস্তব্ধ বুয়েট ক্যাম্পাস

আবরার হত্যার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল বুয়েট পরবর্তী

আবরার হত্যার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল বুয়েট

কমেন্ট