আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী :প্রধান উপদেষ্টা ড. ইউনূস
আন্দোলন শিথিল, নিস্তব্ধ বুয়েট ক্যাম্পাস
বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা দুদিনের জন্য আন্দোলন শিথিল করেছেন। রোববার তার প্রথম দিন চলছে।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পুরো বুয়েট এলাকাজুড়ে এক নীরব নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের আনাগোনা খুব একটা নেই।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমন্বয়কদের একজন বলেন, ‘আমরা আন্দোলন শিথিল করেছি। মূলত ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। আমরা আগে আলাদা আলাদা ব্যানার নিয়ে আগত ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করতাম। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে সাধারণ শিক্ষার্থী ব্যানারে তাদের আবাসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবো।’
এদিকে আগামী ১৯ তারিখ বুয়েটের টার্ম ফাইনাল শুরু হওয়ার কথা রয়েছে। আন্দোলনের মাঝে সে পরীক্ষা হবে কি না সেটি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, এভাবে চলতে থাকলে পরীক্ষা দেয়া সম্ভব হবে না। আগে একটা সমাধান হোক তারপর পরীক্ষার বিষয়ে চিন্তাভাবনা।
প্রসঙ্গত, বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল থাকবে বলে শনিবার (১২ অক্টোবর) জানিয়েছেন শিক্ষার্থীরা। আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা বলেন, আমরা ১৩ ও ১৪ তারিখ আন্দোলন শিথিল রাখছি। দ্রুত মানা যায় এমন কিছু দাবি ছিল প্রশাসনের প্রতি। সেগুলো শনিবার ২ টার মধ্যে মেনে নেওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের যে ১০ দফা দাবি রয়েছে সেগুলোর বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট বক্তব্য পাইনি। তাই আমরা ১৪ তারিখের পর সেসব দাবিতে আন্দোলনে নামব।
কমেন্ট