বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
শাবিপ্রবিতে পরীক্ষার্থীদের ভর্তিযুদ্ধ চলছে
বৈরি আবহাওয়ার মধ্যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস ও শহরের ৩৩টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকালের পরীক্সা চলবে বেলা ১১টা পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৭ হাজার ৩৯ জন শিক্ষার্থী।
অন্যদিকে শনিবারই দুপুর আড়াইটায় ৪৬টি কেন্দ্রে ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার তিনটি ইউনিটের ২৮টি বিভাগের অধীনে এক হাজার ৭০৩টি আসনের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭০ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু।
কমেন্ট