হবিপ্রবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হবিপ্রবি) ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও জিয়া হল ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে রোববার বিরোধ বাধে।
এই বিরোধের জের ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- রাহাত (২৩), আবু সাঈদ (২২), সগির আহম্মেদ (২১), রিয়াদ হোসেন (২১), মিঠু (২১), সাব্বির (২৬), সোয়াইদ (২৫), আতিকুর রহমান (২১), তন্ময় (২১) ও ইমরান (২১)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হারুনর রশিদ জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
কমেন্ট