তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উৎসব আগামীকাল

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উৎসব আগামীকাল

সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উৎসব পালিত হবে বর্ণিল আয়োজনে। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিতুমীর কলেজ দেশের অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। অধ্যয়নরত শিক্ষার্থী অনুযায়ী দেশের একক বৃহত্তম শিক্ষাঙ্গনের নামকরণ করা হয় মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে। এই কলেজের নাম ছিল জিন্নাহ কলেজ। স্বাধীনতা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীরা কলেজের নাম পাল্টে করে তিতুমীর কলেজ। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি ৫০ বছর পার করেছে। এই উপলক্ষে পূর্তি উৎসবের আয়োজন সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। অনুষ্ঠানে দেশের মন্ত্রী, সাংসদ, বরেণ্য শিক্ষাবিদসহ নানা পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তিতুমীর কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও অংশ নেবেন। উপস্থিত থাকবেন কলেজের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে সকালেই অনুষ্ঠানে উপস্থিত হতে উদ্‌যাপন পর্ষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
ঢাবিতে সন্ত্রাসবিরোধী ঐক‌্যের আত্মপ্রকাশ পূর্ববর্তী

ঢাবিতে সন্ত্রাসবিরোধী ঐক‌্যের আত্মপ্রকাশ

‘স্টামফোর্ডের ছাত্রী রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি’ পরবর্তী

‘স্টামফোর্ডের ছাত্রী রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি’

কমেন্ট