ঢাবিতে সন্ত্রাসবিরোধী ঐক‌্যের আত্মপ্রকাশ

ঢাবিতে সন্ত্রাসবিরোধী ঐক‌্যের আত্মপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ চারদফা দাবি আদায়ের লক্ষে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ নামে নতুন একটি জোট আত্নপ্রকাশ করেছে। ১২টি ছাত্র সংগঠন একত্রিত হয়ে নতুন এই জোট গঠন করলেও এই জোটে ছাত্রদলকে রাখা হয়নি। নতুন জোটের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র গণমঞ্চ এবং স্বতন্ত্র ছাত্রজোট মিলে নতুন এই জোট গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক আখতার হোসেন। আখতার বলেন, দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ক্ষমতাশীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতার অপব্যবহার করে তারা ছাত্রদের জোর করে মিছিল-মিটিংয়ে নিয়ে যায়। বিভিন্ন ক্যাম্পাসে তাদের দখলদারিত্ব চলছে। ক্যাম্পাসে যেন কেউ আর সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে তা নিশ্চিত করাই আমাদের এই সংগঠনের উদ্দেশ্য। ছাত্রদলকে এই সংগঠনে রাখা হয়নি কেন- এমন প্রশ্নের জবাবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ছাত্রদলের অতীত ইতিহাস ভাল না। ক্ষমতায় থাকা অবস্থায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সবকিছু বিবেচনায় আমরা ছাত্রদলকে এই সংগঠনের বাইরে রেখেছি। এ বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। তবে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আলাদা লড়াই করবো। তবে আমাদের এই সংগঠনে আসার আমন্ত্রণ জানালে আমরা বিষয়টি ভেবে দেখব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণ পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণ

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উৎসব আগামীকাল পরবর্তী

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উৎসব আগামীকাল

কমেন্ট