ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আরও দু’টি ককটেল বিস্ফোরণ হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) সকালে হঠাৎ করে এ ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ নিয়ে গতকাল রোববার থেকে এখন পর্যন্ত মোট ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হলো মধুর ক্যান্টিনের সামনে।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) পরপর চারটি ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা। এ জন্য ছাত্রদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে ছাত্রলীগ। অভিযোগ প্রত্যাখ্যান করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ছাত্রদল।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে ভিপি নূর ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ-ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবারের পরিত্যক্ত অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
কমেন্ট