যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা
হাবিপ্রবিতে কৃষি ও প্রাণিসম্পদ গবেষণা কমপ্লেক্স চালু
দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য গবেষণা কমপ্লেক্স চালু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমপ্লেক্সটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম। বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। পরে তারা কমপ্লেক্সের মৎস্য হ্যাচারি, পোল্ট্রি ও ডেইরী খামার ঘুরে দেখেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ে কৃষি, প্রাণিসপম্পদ ও মৎস্য অনুষদ চালু থাকলেও কোনো গবেষণাগার ছিলো না।
কমেন্ট