বায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনে থাকা শিক্ষকদের বৈঠক সন্তোষজনক হয়েছে, বললেন শিক্ষক নেতা

বায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনে থাকা শিক্ষকদের বৈঠক সন্তোষজনক হয়েছে, বললেন শিক্ষক নেতা

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনে থাকা শিক্ষকদের বৈঠক সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। 

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুঁইয়া বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক সন্তোষজনক হয়েছে। কর্মবিরতি বিষয়ে সব পক্ষের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

 
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেন আলোচনা করলেন এমন প্রশ্নের জবাবে নিজামুল হক বলেন, ‘আওয়ামী সাধারণ সম্পাদকের পাশাপাশি ওবায়দুল কাদের সরকারের মন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আমাদের নিয়ে বসেছেন।’

বৈষম্যমূলক' পেনশন স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু পরবর্তী

বৈষম্যমূলক' পেনশন স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু

কমেন্ট