বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
ইংরেজি শিক্ষার প্রসারে রাজধানীতে ‘ইংলিশ কার্নিভাল’ অনুষ্ঠিত
কিশোর ও তরুণদের মধ্যে আধুনিক জীবন এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে ইংরেজি চর্চার প্রসারের নানা আয়োজনে ‘ইংলিশ কার্নিভাল’ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের এডুটেক প্রতিষ্ঠান ‘এডভয়’ এবং ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস পার্টনার প্রতিষ্ঠান ‘একাডেমিক্স’র যৌথ উদ্যোগে দিনভর ছিল নানা কর্মসূচি।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর বনশ্রীতে অবস্থিত একাডেমিক্স অফিসে অনুষ্ঠিত হয়েছে এ কার্নিভাল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি অনুরাগী এবং শিক্ষা প্রসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরগণ উপস্থিত থেকে পারসোনাল ব্র্যান্ডিংয়ের বিশেষ সেশনসহ নানা কর্মসূচিতে অংশ নেন।
‘ইংলিশ কার্নিভাল’ আয়োজনে উপস্থিত ছিলেন এডভয় বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসাদুজ্জামান রনি, এডভয় কর্মকর্তা অর্ণব আহমেদ, ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমন্বয়ক এম আব্দুল্লাহ ও খান ফারহানা, এক্সপারটাইজ গ্লোবালের (একাডেমিক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাওসার, এক্সপারটাইজ গ্লোবালের (একাডেমিক্স) পরিচালক রকিবুল হাসান এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ভবিষ্যতে এধরণের আরও আয়োজন দেশের ইংরেজি শিক্ষার প্রসার এবং জাতি গঠনে কাজে দেবে জানিয়ে আয়োজন শেষ হয়।
কমেন্ট