রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২৪-২৫ সেশনে ভর্তি আবেদনের সময়সীমা বেড়েছে। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে একদিন ভর্তির আবেদন প্রক্রিয়া বন্ধ থাকায় দুইদিন সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৯৬ জন।
সিস্টেমের এ সমস্যা ২০২০ সালেও একবার হয়েছিল। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীরা ২৭ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়।
এই আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর চলার কথা ছিল।
কমেন্ট