জাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ব ঘোষিত কর্মবিরতি স্থগিত

জাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ব ঘোষিত কর্মবিরতি স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবিতে ঘোষিত লাগাতার কর্মবিরতির কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুল।

 
কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুল বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মবিরতির ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত সবাই কর্মবিরতি পালন করছেন, কিন্তু ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আমরা কর্মবিরতি ঘোষণা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

আজ বুধবার দুপুরের পর থেকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
এদিকে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের অনশনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা সংস্কারের রূপরেখা প্রদান করেন। এতে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হতে পারবেন এবং পোষ্য কোটা একবারই ব্যবহার ও পাস নম্বর ৪০ শতাংশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা দিকে কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা আগের মতো বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

 
অবস্থান কর্মসূচি শেষে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবরুদ্ধ করে রাখেন বিশ্ববদ্যালয় প্রশাসনসহ কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

কুয়েটের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার পরবর্তী

কুয়েটের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

কমেন্ট