অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা থেকে অব্যহতি দেয়া হয়েছে লাকীকে

অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা থেকে অব্যহতি দেয়া হয়েছে লাকীকে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট পতন হয়েছে দেশের স্বৈরাচারি সরকার প্রধান শেখ হাসিনার। তারপর থেকে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান প্রধানরা পদত্যাগ করছেন। গত ১২ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আগের সরকারের আমলেও তার বিরুদ্ধে নানা দূর্নীতির অভিযোগ ছিল।

এবার তাকে অব্যহতি দিয়েছে দেশের ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংগঠন। তিনি এতদিন বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লাকীকে অব্যহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি কালের কন্ঠকে বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যহতির সিদ্ধান্ত নেয়া হয়।

গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।’
এরইমধ্যে অভিনয়শিল্পী সংঘের নানা কার্যক্রম বিরদ্ধে সংস্কার দাবি করেছে অভিনয়শিল্পীদের একটি দল। তারা বেশ কিছু সভা সমাবেশও করেছে। তাদের দাবি প্রসঙ্গে নাসিম বলেন, বিষয়টি নিয়ে আমাদের আলোচনার সুযোগ রয়েছে।

তাই আলোচনার মাধ্যমে সমাধান হবে। পাশাপাশি আগামী ২৮ সেপ্টেম্বর আমরা সাধারণ সভার ডাক দিয়েছি। সেখানেই চুড়ান্ত সিদ্ধান্ত হবে।’
 

‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নামিয়ে দেয়া হয় গাড়ি থেকে’ পরবর্তী

‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নামিয়ে দেয়া হয় গাড়ি থেকে’

কমেন্ট